মাধবপুরে স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ও শিক্ষিকা ঝর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন।
হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ২ বারের মতো মানববন্ধন করেছে জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের,প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা।
রবিবার (২৭মার্চ) বিকেলে উপজেলার জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মী হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লা ভূইয়া,সহকারী শিক্ষক আবিদ মিয়া, কাজী ফারুক আহমেদ,সহকারী শিক্ষিকা গৌরী বণিক,অভিভাবক সদস্য, সৈয়দ শামীম, অফিস সহকারি শহীদ উল্লাহ ইসহাক ঝার্ণার চাচা পলাশ কুর্মী প্রমুখ।
উল্লেখ্য ১৮মার্চ রাতে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর কে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সুরভীপাড়ায় বাসায় পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে বাসার ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে ঝর্ণার চাচা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করলে ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী কে গ্রেফতার করে পুলিশ।
Post Views: 257