নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ (শনিবার) দিনব্যাপী ব্যাপক আনন্দ উদ্দীপনায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়।
দিনের কর্মসুচীতে সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।সূর্যোদয়ের সাথে-সাথে ডিমলা উপজেলার বিজয় চত্তরের ‘স্মৃতি অম্লানে’ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারী ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার বাহিনী, স্কাউটস, স্কুল,কলেজ এবং মাদরাসার ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এছাড়াও উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয় । স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাদ যোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির-গীর্জা-প্যাগোডা এবং অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।