শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ-প্রতিমন্ত্রী হাবিবুন নাহার।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে।
বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র এ দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চেয়েছিল।
কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসরে প্রতিষ্ঠিত করেছেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুক্ষ ও সময় উপযোগী দিক নির্দেশনার কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।
এছাড়া দেশের সর্ব ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, তার একক অংশীদার জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকার।
রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে”স্বল্পন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।
এর আগে তিনি রামপাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)শেখ সালাউদ্দিন দিপু,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামসুদ্দিন,মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার সাব্বির হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন,বাঁশতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ প্রিন্স,দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃদ, এনজিও’র সম্মানিত প্রতিনিধিবৃন্দ,ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃদসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপমন্ত্রী হাবিবুন নাহার উক্ত উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।