শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

মোঃ আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টার। / ১৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।


টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার (৬৮) গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে আজ (২৪ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর