মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে নিঃস্ব কৃষক পরিবার।

মোঃ ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি। / ১৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে নিঃস্ব কৃষক পরিবার।


নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে ঘরের যাবতীয় আসবারপত্র,চাল,নগদ টাকাসহ বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছেন দুই কৃষক পরিবার। আগুনে প্রায় ৭-৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে।

মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার লোদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম মকবুল হোসেন ও আলমগীর হোসেন।তারা উপজেলার লোদাপাড়া গ্রামের বাসিন্দা।

নাটোর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার রাত ৩ টার দিকে উপজেলার লোদাপাড়া গ্রামে কৃষক মকবুল হোসেনের বাড়িঘরে আগুন লেগে মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে।ঘুমন্ত কৃষক পরিবার সন্তানদের ঘর থেকে বের করে প্রাণে রক্ষা করলেও ঘরের যাবতীয় আসবারপত্র,৪টি ছাগল,নগদ ৮ হাজার টাকা,চাল,ডাল,কৃষি পন্যসহ কিছুই রক্ষা করতে পারেনি।এ সময় মকবুলের প্রতিবেশি আলমগীরের ২টি বসতঘর পুড়ে ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর মধ্যে এই দুই পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়।এতে কৃষক পরিবারের ৭-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে।তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলতে না পারলেও বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পাড়ে বলে স্থানীয়দের ধারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর