রাজশাহীর বাঘায় মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ফিটা কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন। মেলায় উদ্বোধন শেষে উপজেলা চত্বরে বটমুলে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিসনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান প্রমুখ।