সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল।
সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলাম প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায়-মঙ্গলবার (২২মার্চ) সকালে সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এন্ড কলেজ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন। তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে ইসলামের জন্য কাজ করছেন। সারাদেশে ইতিমধ্যে ইসলামিক ফাউণ্ডেশন স্হাপন করেছেন। প্রকৃত ইসলামের আদর্শে জীবন ব্যবস্থা গড়ুন। ইসলামে কোন হিংসা বিদ্বেষ নেই। হানাহানি, বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের স্থান নেই। জঙ্গি বাদের স্থান নেই। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারে নিহত সকল শহীদের রক্তের মর্যাদায় দেশের স্বাধীনতা লাভ করা হয়েছে। তাই তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া কামনা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, আলহাজ্ব, অ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মতিন মুক্তা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মোঃ মোখলেস আহম্মদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক। এসময় অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম , মুয়াজ্জিন ও মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক -শিক্ষক সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।