আমেরিকা প্রবাসী সংগঠন উদ্যোগ মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২৪জন দরিদ্র শিক্ষার্থী কে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।আমিরিকা প্রবাসী সংগঠন মাধবপুর ফাউন্ডেশনর ইউ এস এ ইনক উদ্যেগে প্রতি বছরের ন্যায় ২০২২ বৃত্তি প্রদান করেন।
বুধবার সকালে উপজেলা মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসিমের সভাপতিত্বে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সাংবাদিক মিজানুর রহমান মিজানের পরিচালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র হাবিবুর রহমান, আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিজেন আচার্য্য,,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, পৌর আওয়ামীগ সভাপতি শাহ সেলিম, অধ্যক্ষ মোলানা আমির হোসেন, প্রভাষক আব্বাস উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কতুব, হবিগঞ্জ নাগরিক কমিটির যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, সাংবাদিক শংকর পাল, রোকন উদ্দিন লস্কর আয়ুবখান, একরামুল আলম লেবু নাহিদ মিয়া শিক্ষার্থী সুমা আক্তার।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের প্রধান,রাজনৈতিক নেতা, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্হতিত ছিলেন। পরে প্রধান অতিথি ইউ,এন ও শেখ মঈনুল ইসলাম মঈন,মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৫হাজার টাকা করে বৃত্তি বিতরণ করেন। সংগঠনের সভাপতি জাকির হোসেন চৌধুরী অসিম বলেন, মাধবপুরের মানুষের জন্য আমরা সাধ্যমতে কিছু করার চেষ্টা করছি।