মোহনপুরে বিদ্রোহীকে আ’লীগের আহবায়ক,তার সুপারিশে ছেলে পেয়েছে নৌকা।
রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তার ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম অবৈধ সুবিধা নিয়ে আবার নতুন করে উপজেলার রায়ঘাঁটি ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমানকে আহবায়কের দায়িত্ব দিয়ে তার ছেলের জন্য সুপারিশ করে নৌকার মনোনয়ন পাইয়ে দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ভাইরাল করা হয়েছে। এমনকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম জামায়াতের নেতাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছেন বলে ফেসবুকে পোস্ট ভাইরাল করা হয়েছে।
এতে করে আওয়ামী লীগ দলীয় নেতা হয়ে আওয়ামী লীগের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে সুরঞ্জিত সরকারের এমন ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সুরঞ্জিত সরকার সম্প্রতি (১৫ ফব্রুয়ারি) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ছবিতে প্রথম সারির দ্বিতীয় নম্বরে ১৪/৩/২০২২ইং তারিখে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের মিটিংএ বসে আছে গতবারের ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত খলিলুর রহমান। আবার এই বিদ্রোহী প্রার্থীকে ইউনিয়ন আওয়ামী লীগের নতুনভাবে আহবায়ক করে তার সুপারিশে তার ছেলেকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। তিনি পোস্টে আরো লিখেছেন, ১০১৬সালে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী ঘোড়া মার্কা নিয়ে ভোট করা খলিলুর রহমানকে বহিষ্কার করা হলেও তার সুপারিশে এমপি আয়েন উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমানের ছেলেকে নৌকার মনোনয়ন পাইয়ে দিয়েছে। আওয়ামী লীগের আইন কি দুই রকম? বর্তমান জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিনীতভাবে জানাতে চাই বলে পোস্ট করা হয়েছে।
এছাড়াও চলতি মাসের ৩মার্চ সুরঞ্জিত সরকার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম সাহেব মোহনপুরে মার্কেট উদ্বোধন করে দিচ্ছেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের। যিনি প্রায় ( ১০টি) নাশকতা মামলার আসামি। দুই বছর পূর্বে রায়ঘাঁটি ইউনিয়ন জামায়াতের এক বিশেষ অনুষ্ঠানে মোহনপুর উপজেলার জামায়াতে ইসলামী বাংলাদেশ সেক্রেটারী মাওলানা ইসমাইল আলম আল হাসানির (৮টি নাশকতা মামলার আসামি) সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেব ও এমপি আয়েন উদ্দিন সাহেব। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম সাহেব আওয়ামী লীগের রক্ষক নাকি জামায়াতের পৃষ্ঠপোষক? প্রশ্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ভাইরাল করেছেন। সূত্র-ছবিতে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকারের ফেসবুক পোস্ট স্কিন সর্টসহ তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুরঞ্জিত সরকারের করা পোস্টের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন,সুরঞ্জিত সরকার পাগল হয়ে গেছে,খলিলুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিয়েছেন, তাই খলিলুর রহমানকে রায়ঘাঁটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক করে তার ছেলেকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে তিনি জানান। জামায়াত নেতার সঙ্গে আপনার অন্তরঙ্গ সম্পর্ক কি জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান যেকেউ আমাকে আমন্ত্রণ জানালে তো যেতেই হবে।
এছাড়াও তিনি এ প্রতিবেদককে বলেন, তোমার বাসা তানোর উপজেলা তুমি মোহনপুর উপজেলার নিউজ কেন করবা, তুমি কোন নিউজ করবা না। যদি কোন নিউজ কর তাহলে আমার জামাই কোটের উকিল তাকে দিয়ে তোমার নামে আইসিটি আইনে মামলা করবো,তোমার গ্রামের সবাই আমার লোক, আমার বাহিনী বলে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।