কলাপাড়ায় ওয়াস সেবা সংক্রান্ত মানবাধিকার বিষয়ক কর্মশালা।
কলাপাড়া পটুয়াখালীতে করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের নিয়ে বুধবার সকালে ওয়াস সেবা সংক্রান্ত জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে মানব অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফারুখ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার সচিব মো.হুমায়ুন কবির, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) প্রজেক্ট ম্যানেজারমো. ওয়াহিদুর রহমান। উদ্যোক্তা ও কনজুমার সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন শিকদার , বিউটি বেগম, মাজেদা বেগম, আবু জাহিদ, মরিয়ম বেগম, সিকতা রায়। কর্মশালা পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মার্কেট ভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মোঃ জান্নাতুল নাঈম। কর্মশালায় ওয়াস সেবা , জেন্ডার সমতা, ওয়াস সেবা প্রাপ্তি, সমতার মাধ্যমে ওয়াস সেবা প্রাপ্তি, কনজুমার গ্রুপের ভূমিকা, জেন্ডার সমতা তৈরীর সম্ভাব্য বাঁধাসমুহ, রোধ করার উপায়, পানি, স্যানিটেশন, হাইজিন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কনজুমার গ্রুপ সহ পিছিয়ে পড়াদের মধ্যে সেতুবন্ধন, ওয়াস সেবা কিভাবে মানবাধিকারের সহিত সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়।
প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
উল্লেখ্য যে এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।