উল্লাপাড়ায় নাশকতা মামলার আসামি শিবির কর্মী গ্রেফতার।
সিরাজগঞ্জে উল্লাপাড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাত নাশকতার মামলার আসামি শিবির কর্মী হাদিউজ্জামানকে গ্রেফতার করেছে মডেল পুলিশ। ৪ মার্চ শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত মোঃ এনামুল হক একদল চৌকশ পুলিশ নিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে জি আর ভুক্ত (নাশকতা) ৭ মামলার আসামি শিবির কর্মী মোঃ হাদিউজ্জামানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। শিবির কর্মী হাদি উজ্জামান উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে নতুন পাইকপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, সাত জি আর ভুক্ত (নাশকতা) মামলার আসামি শিবির কর্মী দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিল। শুক্রবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।