তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০বছর পূর্তীতে বইমেলা, নাট্যেৎসব ও সাংস্কৃতিক।
তারুণ্য নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক গৌরবের ৩০ বছর পূর্ণ করে ৩১ বছরে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার ৩১ বছরে যাত্রাকালে বড়লেখার কৃতি সন্তান, সাংস্কৃতিমনা জাকির হোসেন জুমনের পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামের শুভ উদ্বোধনের মাধ্যমে হলরুমে অনুষ্ঠিত হবে নাট্য গোষ্ঠীর পাঁচ দিনব্যাপী নাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অডিটোরিয়াম প্রাঙ্গণে ৫দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব।
তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনু, সহ সভাপতি সাংবাদিক হানিফ পারভেজ ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র নাট্যামোদী দর্শক,শুভাকাঙ্ক্ষী ও বই প্রেমী এবং শুভানুধ্যায়ীদের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রত্যেকদিন নাট্যৎসব অনুষ্ঠান এবং বইমেলায় উপস্থিত থেকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আজ শনিবার (০৫ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাঁচদিন ব্যাপী বইমেলা, নাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন নাট্যজন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন তারুণ্য নাট্য গোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনু।
অনুষ্ঠান ১ম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম চৌধুরী কামরান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমূখ।
৫ম দিন সমাপনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, আমন্ত্রিত অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক জাকির হোসেন জুমন, তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখার উপদেষ্টা ও আজিবন সদস্য আব্দুল লতিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিপণনের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুনি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বড়লেখা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
এছাড়াও অনুষ্ঠানে দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত উপজেলা জেলার বিভিন্ন জনপ্রতিনিধি,সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠক ও সুধী মহলের বিশেষ ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।৫ মার্চ থেকে ৯ মার্চ প্রতিদিন একটি করে সন্ধ্যা ৬ টায় অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হবে।
৫ মার্চ মনিপুরী থিয়েটার কমলগঞ্জ মঞ্চায়ন করবে ‘কহে বীরাঙ্গনা ৬ মার্চ থিয়েটার মুরারিচাঁদ সিলেট মঞ্চায়ন করবে ‘পানিবালা’,৭ মার্চ তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা মঞ্চায়ন করবে ‘পদ্মাপাড়’,৮ মার্চ অনুস্বর থিয়েটার ঢাকা মঞ্চস্থ করবে নাটক ‘মূল্য অমূল্য’, এবং ৯ মার্চ দৃষ্টিপাত মৌলভীবাজার মঞ্চস্থ করবে ‘জেগে ওঠ হে মহা মানব’। প্রতিটি নাটকের প্রবেশপত্র উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
বাঙালি সংস্কৃতির বিকাশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথ-পরিক্রমায় তারুণ্য নাট্যগোষ্ঠীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য। সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তারুণ্য নাট্যগোষ্ঠী মঞ্চে ও পথে ছিল সক্রিয়।
১৯৯২ সালের ৫ মার্চে তারুণ্য নাট্যগোষ্ঠী যাত্রা শুরু করে। সেই সময় থেকে অভিনয়ের মাধ্যমে নাট্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়ে সংগঠিত হয়েছিল ‘তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখা’। বিগত ৩০ বছরে তারুণ্য নাট্যগোষ্ঠী তার অগ্রযাত্রার পথে অনেকগুলো সফল কর্মকাণ্ড সম্পন্ন করেছে।
মৌলভীবাজার সিলেট তথা পুরো বাংলাদেশজুড়ে নাট্যামোদী দর্শককে দিয়েছে নিজেদের নাটকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নাটক দেখার সুযোগ। উৎসব পার্বণে বছরব্যাপী তারুণ্য নাট্য গোষ্ঠী বিভিন্ন কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে।