মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

জায়েদ খান সম্পাদক হাইকোর্টে বহাল,আপিল করবেন নিপুণ।

অনলাইন বিনোদন ডেস্কঃ / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

জায়েদ খান সম্পাদক হাইকোর্টে বহাল,আপিল করবেন নিপুণ।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নিপুণ।

জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার (০২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন জায়েদ ও নিপুণ। প্রাথমিকভাবে জায়েদ বিজয়ী হলেও তার প্রার্থিতা পরে বাতিল বলে ঘোষণা করে আপিল বোর্ড। পরে একই পদে নিপুণ শপথ গ্রহণ করেন। আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর