নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন,সভাপতি দুলাল, সম্পাদক জাহিদ ।
বাংলাদেশ ছাত্রলীগ বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
দুলাল হোসেন কে সভাপতি আল জাহিদ কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ (১মার্চ মঙ্গলবার ) এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি,রাকিব হোসেন,মিনহাজুল আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুহ সাকিব কৌশিক, আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা ছাত্রলীগ।
এদিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।