শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

মোংলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন উপজেলা নির্বাহী অফিসার।

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ / ৩০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

মোংলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন উপজেলা নির্বাহী অফিসার।


মোংলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তিনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মোংলা পোর্ট পৌরসভার প্রধান কার্যালয় এসে যোগদান করেন।

মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় মোংলা উপজেলার নির্বাহী অফিসার কমলেশ মজুমদারকে মোংলা পোর্ট পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ফুলের শুভেচ্ছা জানায়। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শফিকুর রহমান খাঁন, হুমাউন হামিদ নাসির, কাউন্সিলর কবির হোসেন, এইচ এম শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, জি এম আল আমিন, সরোয়ার হোসেন, মজনু গাজী, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন, জোহরা বেগম, শিউলি আক্তার, পৌর সচিব অমল কৃঞ্চ শাহা, পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী ও পৌর স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, হিসাব রক্ষক মোঃ বাহাদুর, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বাদলসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলার নির্বাহী অফিসার কমলেশ মজুমদার মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে তিনি বলেন, মোংলা পোর্ট পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে পৌর সেবা পৌঁছিয়ে দিতে হবে। আপনারা যারা পৌরসভা বিভিন্ন দায়িত্বে আছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে নাগরিকদের সেবা দিতে হবে।

নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেবে বলেও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর