কাজিপুরের চরাঞ্চলের মেয়ে সাদিয়া নীলফামারী মেডিকলে কলেজে ভর্তি জন্য উত্তীর্ণ।
কাজিপুর চরাঞ্চলের মেয়ে সাদিয়া সুলতানা নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন।
সাদিয়া সুলতানা উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিণ রেহাইশুড়িবেড় গ্রামের মোঃ বেলাল হোসেনের মেয়ে। সাদিয়ার বাবা বেলাল হোসেনের নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দু’বারের সাধারণ সম্পাদক হিসেবেও রয়েছে সুনাম ও সাফল্য। যোগ্য পিতার যোগ্য কণ্যার এমন সাফল্যে গর্বিত এলাকাবাসীসহ আত্নীয় স্বজন।
দেশ ও দেশের মানুষের সেবা করার নির্মিত্তে ছোট বেলা থেকেই ডাক্তার হবার স্বপ্ন দেখেন সাদিয়া সুলতানা। প্রচন্ড মেধাবী এই শিক্ষার্থী স্কুল জীবন থেকেই কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। গত ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস এ ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষা দেয় সাদিয়া,সামান্য কিছু পয়েন্ট কম থাকায় মেধা তালিকায় (৪৬৩২) ওয়েটিং এ রাখা হয়।
পরবর্তীতে মাইগ্রেশন করে ওয়েটিং তালিকা থেকে নতুন করে ভর্তির সুযোগ আসলে নীলফামারী মেডিকেল কলেজে MBBS এ ভর্তির জন্য উত্তীর্ণ হয় সাদিয়া।
সাদিয়ার এমন সাফল্যে নিজ গ্রাম সহ আত্নীয়,স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে।
সাদিয়ার বাবা আ.লীগ নেতা বেলাল হোসেন বলেন,”আমার মেয়ে ডাক্তারি পড়ার জন্য সুযোগ পেয়েছে,সকলের কাছে দোয়া চাই আমার মেয়ে যেনো মানুষের কল্যানে কাজ করতে পারে”।
তিনি স্হানীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় কে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে বলেন,”জয় ভাই সার্বক্ষণিক আমার মেয়ের খোঁজ-খবর নিয়েছে,বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন”।
সাদিয়া সুলতানা বলেন,”বাবা, মা ও আমার স্বপ্ন পূরণ হয়েছে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি,এখন সফলতার সাথে পড়াশোনা শেষ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
পাশাপাশি দেশবাসীর কাছে আমার ও পরিবারের জন্য দোয়া চাই”।