প্রতারক চক্রের প্রতারণার অভিনব ফাঁদ !
পটুয়াখালীর কলাপাড়ায় অভিনব কায়দায় এবার প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক চক্র। ক্রেতা সেজে তারা করছে এ প্রতারণা। শনিবার সকালে কলাপাড়া পৌরসভার এতিমখানা কালভার্ট এলাকায় দুই সবজি বিক্রেতার কাছ থেকে নগদ টাকা, সবজি ও দুটি মোবাইল নিয়ে যায় এ প্রতারক।
সবজি বিক্রেতা টিয়াখালী ইউনিয়নের মোঃসিদ্দিক হাওলাদার জানান, শনিবার সকালে এতিমখানা কালভার্ট এলাকায় লাউ ও বেগুন বিক্রি করতে আসি। এসময় মধ্যম বয়সী এ প্রতারক আমার কাছ থেকে সব লাউ ও বেগুন কিনে নেওয়ার কথা বলে। বাড়িতে গিয়ে টাকা দেবে বলে আমাকে নিয়ে যায়, পথিমধ্যে প্রতারকের মোবাইলে টাকা নাই বলে কথা বলার জন্য আমার কাছ থেকে মোবাইল (০১৭৩৯২৮৫৬৭৭) নিয়ে কথা বলে এবং মাছ কেনার কথা বলে আমার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও স্মাট ফোন নিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যায়।
সবজি বিক্রিতা নীলগঞ্জ ইউনিয়নের মো. ইউনুস হাওলাদার জানান, একই কায়দায় আজ শনিবার সকালে আমার বোম্বাই মরিচ, নগদ টাকা ও মোবাইলে কথা বলবে বলে আমার মোবাইল ফোন নিয়ে যায়।
প্রতরণার শিকার মজিদ হাওলাদার জানান, কিছুদিন আগে আমার কাছ থেকে রহমতপুর মাঝ গ্রাম এলাকা থেকে টাকা খুচরা করার কথা বলে নগদ এক হাজার নোট নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরশু একই ঘটনা ঘটেছে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের রশিদ প্যাদার সাথে তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।