বিবিসিএফ’র ফাঁদে পাখি ব্যবসায়ী।
বিবিসিএফ এর ফাঁদে পাখি ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে
নওগাঁর সদরের কালিপুর এলাকার ইউসুফ আলীর ছেলে জিয়াউল (৪৫) বন্যপাখি বিক্রির ব্যবসা করে আসছিলো। বিষয়টি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশল-বিবিসিএফ এর নজরে আসে। পরে আটক করা হয় ব্যবসায়ীকে ও উদ্ধার করা হয় ২০টি পাখি।
বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের দিকনির্দেশনায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বিবিসিএফ নওগাঁ টিমের সহযোগিতায় মঙ্গলবার বিকালে নওগাঁর দয়ালের মোড় এলাকা থেকে ১২টি টিয়া ও ৮টি মুনিয়াসহ জিয়াউল নামের এক পাখি ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে জেলা ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা জনাব আহমেদ নিয়ামুর রহমান, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির,বিবিসিএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউনুসুর রহমান হেফজুল,ফরেষ্টার আশরাফুল ইসলামসহ প্রমূখ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।