নলডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।
নাটোরের নলডাঙ্গায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা খাদ্য গোডাউন মাঠে ২৬টি স্টলে উক্ত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ধরনের পশু-পাখির প্রদর্শন করান স্থানীয় খামারিরা।
উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ জামান ফারুকের সঞ্চালনায়,প্রদর্শনী মেলায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআসাদুজ্জামান আসাদ। ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকুসহ প্রমূখ।পরে বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়।