নীলফামারীর ডিমলায় দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা যায়, এএসআই বসন্ত কুমারের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে ডিমলা থানার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে ডিমলা থানায় নিয়ে আসা হয়। পলাতক আসামীরা হলেন বাবুরহাট গ্রামের মমিনুর রহমানের পুত্র সোহেল, মতিয়ার রহমানের পুত্র মমিনুর রহমান। ডিমলা থানার তদন্ত ওসি বিশ্বদেব জানান, আসামীদের আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতারের পর ডিমলা থানায় নিয়ে আসা হয় শুক্রবার ১১ ফেব্রুয়ারি পুলিশ স্কুটের মাধ্যমে বিজ্ঞ আদালত প্ররন করা হয়।