বেনাপোলে ফেনসিন্ডিল ও ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১’শ বোতল ফেনসিন্ডিল ও একটি ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী)রাত ১০ টার সময় তাদের গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো,বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান (২১) ও শার্শা থানার কন্যাদহ গ্রামের আমজেদ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২১)।
পুলিশ সূত্রে জানায়,মাদক পাচারের গোপন সংবাদরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক তৌফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয় বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামে কামারবাড়ী মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ দুই মাদক পাচার কারিকে গ্রেপ্তার করেন পুলিশ।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া আমারজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান,এই সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে যশোর আদালতে পাঠানো হবে।