ডিমলায় এলাকাবাসীর গণধোলাইয়ে গরু চোর নিহত।
নীলফামারীর ডিমলায় এলাকাবাসীর গণধোলাইয়ে গরু চোর নিহত হয়েছে। ২নং বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের পুত্র জিয়ারুল ইসলামের গোয়াল ঘর হইতে ৯ ফেব্রুয়ারী গভীর রাতে একটি গরু চুরি করেন জলঢাকা উপজেলার গড় ধর্মপাল গ্রামের জিয়ার মামুদের পুত্র মোহাম্মদ আলী (৬৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত অনুমান ১.৩০ মিনিটে গরুটি চুরি করে দক্ষিণ বালাপাড়া গুচ্ছ গ্রাম বাজারের পূর্ব পার্শ্বে ভ‚ট্টা ক্ষেতের আইল দিয়ে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী দেখেতে পেয়ে চোরচোর করে শোরচিৎকার করিলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে চারিদিকে ঘিরে ফেলে গরুচোরকে গণধোলাই দেয়।
এতে গরুচোরটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে। তাৎক্ষনিক ডিমলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোরটিকে উদ্ধার করে ডিমলা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পথিমধ্যেই গরুচোর মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন চলছে।