উল্লাপাড়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুতাহাটি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ নুর হোসেন নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র সদস্যরা।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় আটক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে দেশীয় ২৯ লিটার চোলাই মদ ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।আটক মাদক ব্যবসায়ী উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের শিমলা গ্রামের মৃত কাদের আলীর ছেলে।
উদ্ধার হওয়া আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা রজু করা হয়েছে।