বাঘায় আমের স্বর্ণালী মুকুল সুগন্ধি ছড়াতে শুরু করেছে।
রাজশাহীর বাঘায় কিছু আম গাছে মাঘের শেষে মুকুল আসতে শুরু করেছে। এতে আশায় বুক বেঁধে পরিচর্যা শুরু করেছেন আম চাষীরা। শীত শেষ হয়নি,ফালগুনও আসেনি। এরইমধ্যে স্বর্ণালী মুকুলের দেখা মিলেছে আম গাছে। শীতের শ্রিগ্ধতার মধ্যে শোভা ছড়াচ্ছে এ মুকুল। গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছে এ মুকুল। মুকুলের ঘ্রানে কাছে টানছে মৌমাছিকে।
এ বিষয়ে আম চাষী উপজেলার বাউসা গ্রামের হযরত আলী বলেন, আমার আম গাছের মুকুল দেখে মনটা ভরে উঠেছে। আগাম মুকুল স্থায়ী হবে কি-না বুঝতে পারছিনা। এ নিয়ে শঙ্কায় আছি। আবহাওয়া অনুকুলে থাকলে আর মুকুলের ক্ষতি না হলে চলতি মৌসুমে আমের উৎপাদন ভাল আশা করছি।
উপজেলার মনিগ্রামের আম চাষী জিল্লুর রহমান বলেন, প্রতি বছর কিছু আম গাছে আগাম মুকুল আসে। আবহাওয়া জনিত কারণে এসব মুকুল অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাঘের শেষে যেসব গাছে মুকুল আসে, সেগুলো স্থায়ী হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, নির্ধারিত সময়ের আগে কিছু গাছে মুকুল আসে। আবহাওয়া অনুকুলে থাকলে আগাম মুকুলগুলো স্থায়ী হয়। তবে আশা করছি গত মৌসুমের চেয়ে এবার আমের ফলন ভাল হবে। উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।
Post Views: 257