শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সাভার সালেহপুর সেতুতে ফাটল,ঢাকা-আরিচা মহাসড়কে যানজট-ভোরের কণ্ঠ।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৩৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

সাভারে সেতুতে ফাটলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়।

রাত ১০টারদিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

তবে বৃহস্পতিবার ভোরে ওই মহাসড়কে চার কিলোমিটার যানজট রয়েছে। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

অনুসন্ধানে জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এর পর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে চার কিলোমিটার যানজট দেখা যায়।

আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর