রাজশাহীর বাঘায় যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।
সত্য সংবাদ নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিশ্বের দ্বারপ্রান্তে পাঠকের দ্বারে দ্বারে প্রতিদিন হাজির হচ্ছে যুগান্তর। সোমবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বাঘা প্রেস ক্লাবে উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
যুগান্তরের বাঘা উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক আমানুল হক আমানের সঞ্চায়নায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেছেন, যুগান্তর গণমানুষের কথা তুলে ধরে কোটি পাঠকের হৃদয় জয় করেছেন। ২২ বছর পার করে সফলতার সঙ্গে ২৩ বছরে পা রাখছেন। যুগান্তর আগামীতে আরো সাহসী ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিশেষ অতিথি বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেছেন, গঠনমূলক সমালোচনা, সুস্থ বিনোদন, দেশপ্রেম, সততা, একনিষ্ঠ মনোভাব, স্বচ্ছতা, জবাবদিহিতা অক্ষুণ্ন্ন রেখে সমসাময়িক বিভিন্ন সমস্যা, ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনায় একটি পরিপূর্ণ পত্রিকা যুগান্তর। ২২ বছর পার করে যুগান্তর আজ ২৩ বছরে পদার্পণ করেছে।
কেক কাটার আগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
এ দিকে বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের প্রত্রিকা/রাজশাহী সংবাদ), অর্থ সম্পাদক লালন উদ্দিন (কালেরকন্ঠ/সোনালী সংবাদ), মানবাধিকার ও সমাজ কল্যান সম্পাদক আখতার রহমান (এশিয়ান টিভি/সত্য খবর), দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা (দিনকাল/রাজবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), কার্যকরি সদস্য আাবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), দোয়েল মোল্লা (সোনার দেশ ফটো/রেড টাইমস), হাসানুজ্জামান প্রিন্স (পিটিপি মিডিয়া ফটো), মোস্তাফিজুর রহমান (এবি৭১টিভি), সুুব্রত কুমার (দৈনিক জনবানী/অনলাইন সময় সংবাদ.কম) প্রমুখ।
পরে যমুনা গ্রুপর স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন দোয়া পরিচালনা করেন।
Post Views: 389