জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর খাঁপাড়া গ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। গত ৩ফেব্রুয়ারি ২০২২এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে ও প্রত্যক্ষদর্শী মমিনুল হক (৮) (শেখ সাদীর ছেলে) জানায়, জোয়ানেরচর খাঁপাড়া গ্রামের আঃ সামাদ এর ৫ জন ছেলের মাঝে জমি নিয়ে তর্ক বিতর্কের সুত্রপাত হয়। এক পর্যায়ে ছোট ভাই বাদশাহ (৩২) লাঠি দিয়ে বড় ভাই শেখ সাদী (৩৫) এর মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা শেখ সাদীকে চিকিৎসার জন্য প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত সময়ের মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
৪ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ সাদী। আজ ৫ ফেব্রুয়ারী সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত ও সি মোঃ আনছার আলী ঘটনা স্থল পরিদর্শন করেন।
সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান জানান- সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করেনি।
Post Views: 530