বিদ্যা দেবীর আরাধনায় ৫ ফেব্রুয়ারী শনিবার উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জে উল্লাপাড়া কলেজপাড়ার মিলন মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সরস্বতী পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়ার মিলন মন্দিরসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আয়োজক কমিটি এই পূজার আয়োজন করে। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোক সজ্জার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির অঙ্গনে বসেছে মেলা। আবাল বৃদ্ধরা শিশুদের নিয়ে মনের আনন্দে মেলার হরেক রকম দোকানপাট থেকে কিনছে ইচ্ছেমত জিনিসপত্র।
এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়া পৌর বাজারে সকাল থেকে ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।
ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করছেন তাদের বিদ্যা দেবির পূজা।