সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ(৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৪ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেট সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর শুভ বসুন্ধরা পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্তর লক্ষ্যে পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শুভ বসুন্ধরা পরিবহনে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।সে ঠাকুরগাঁওয়ের হরিপুরের গেদুরা কিশমত মারাধর গ্রামের নজরুল মুন্সীর ছেলে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে উদ্ধার হওয়া আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।