নাটোরে একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পরে মৃত মেছো বিড়ালটি উদ্ধার করেছে নাটোর বনবিভাগ। ঘটনাস্থল পরিদর্শন করেছে,রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বিবিসিএফ এর একটি টিম।
সূত্রে জানা যায়,শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার লোকজন মেছো বিড়ালটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে,সিরাজ উদ্দিনের আম বাগানে ঝুলিয়ে রেখে ছবি উঠানো হয়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নজরে আসে।
শনিবার দুপুরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বিবিসিএফ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন,সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এর সত্যতা মেলে। যা সম্পূর্ন অমানবিক ও বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ধারা ৬(১) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
বিকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে নাটোর থানায় একটি ডায়েরি দায়ের করেন।