সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে ১’শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা ব্যাংকের সৌজন্যে বেলকুচি পৌরশহরের চালা মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, স্বর্ণা পারভীনসহ এলাকার মুরুব্বিগন উপস্থিত ছিলেন।
এ সময় অসহায় শীতার্ত দেড় শতাধিক নারী পুরুষ কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।