আদালতের নির্দেশে হবিগঞ্জের মাধবপুরে প্রভাবশালীদের দ্বারা দখলকৃত জায়গার ঘর উচ্ছেদ করে বাদি কে বুঝিয়ে দিয়েছে মাধবপুরে স্থানীয় প্রশাসন।
বিজ্ঞ আদালতের নির্দেশে গতকাল বুধবার (২৬”জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ও আদালত থেকে প্রেরণকৃত সার্ভেয়ার মোঃ জিন্নাত আলী পূর্ব মাধবপুর এলাকায় গিয়ে গুনু মিয়া তার ছেলে ছুরুক মিয়াদের নিকট থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের কে বুঝিয়ে দেন।
সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পূর্ব মাধবপুর মৌজার ২৮ শতক ভুমি থেকে গুনু মিয়ার লোকদের উচ্ছেদ করার জন্য হাবিব উল্লাহ ও তার ভাই মিলে আদালতে একটি আবেদন করলে সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ বেগম তানিয়া ইসলাম দখলকারীদের উচ্ছেদ করে হাবিব উল্লাহদের বুজিয়ে দিতে আদেশ দেন।
এই আদেশের প্রেক্ষিতে দখলদারদের কাছে থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
Post Views: 677