বড়লেখায় ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্কের ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবীর পৃষ্ঠপোষকতায় বুধবার বিকেলে প্রয়াত জনপ্রতিনিধি নগেন্দ্র চন্দ্র দেবনাথ স্মরণে পৌরসভা ও সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের ৫শ’ সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কম্বল বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্ক’ এর ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবী, ডা. মো. শাহনেওয়াজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার কবির আহমদ, রেজাউল করিম, জাহিদ হাসান, রোজিনা বেগম প্রমুখ।