ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করে পশ্চিম উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে যুদ্ধের ডামাডোল। রুশ সেনা সদস্যর উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে আজ সোমবার (২৪ জানুয়ারি) পশ্চিম উপকূলে আরও রণতরী এবং যুদ্ধজাহাজ মোতায়েনের খবরটি নিশ্চিত করেছে ন্যাটো। যুদ্ধের সরঞ্জাম মোতায়নের পাশাপাশি ন্যাটো বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে।
বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছেন। এদিকে ন্যাটোর এই কর্মকাণ্ড ইঙ্গিত বহন করছে যে ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিমা বিশ্বও এ ধরনের আগ্রাসীর কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তবে ইউক্রেনে আক্রমণ চালানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই দাবি করে আসছে রাশিয়া। ন্যাটোতে যোগ দেওয়া মিত্র বাহিনীকে স্বাগত জানিয়ে পশ্চিমা সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেন, ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় অংশকে শক্তিশালী করাসহ ন্যাটোর মিত্রদের রক্ষা ও রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাবে।
এদিকে,ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের খবর সামনে আসার পর যে কোনো সময় যুদ্ধ শুরুর আশঙ্কায় ইউক্রেনের অবস্থিত দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।