স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া এলাকায় বরই বাগান করে বাজিমাত করেছে স্থানীয় তরুণ উদ্যোক্তা কাজী শিপন।
তিনি প্রায় ৭০ শতাংশ জায়গায় তিন জাত মিশিয়ে ৪০০ গাছের বরই বাগান করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশের প্রচলিত ফসলের বৈচিত্র্য পরিবর্তন করে চলছে নতুন কিছু। সারি সারি গাছ এবং গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে বরই।
সফল এই কৃষি উদ্যোগের বয়স মাত্র এক বছর। সুতরাং লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে চমৎকার এক সফল বাগানি হিসেবে আজ প্রতিষ্ঠিত।
ফলজ বাগানের সফলতার বিস্তারিত প্রসঙ্গে বাগান মালিক কাজী শিপন বলেন, আমি ফসলি জমি লীজ নিয়ে পরিক্ষামূলক ৩ জাতের বরই গাছ রোপণ করেছি। ফলন অনুযায়ী বাগান আরো বড় করার ইচ্ছা আছে। এবার প্রথম হিসেবে বরই ফলন ভালই হয়েছে। আশাকরি বাজার দাম ভালই পাবো। উপজেলা কৃষি অফিস থেকে সকল সহযোগীতা পেয়েছি। স্থানীয় বাসিন্দা আলম জানায়, শিপন আমাদের এলাকার ছেলে। ডিগ্রী পাশ করে বসে না থেকে বাগান করার উদ্যোগ নিয়ে আজ সফল হয়েছে তার জন্য শুভকামনা রইলো।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, শিপন একজন সফল বরইচাষি। তার সাফল্য দেখে নাগরপুরে বরই চাষে আগ্রহ বাড়বে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ভাবে এই ফল বাগান সম্পর্কীয় পরামর্শ দিয়ে থাকেন।