মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও আলোচনা সভা।

মোঃ আহাদ প্রামাণিক,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি / ১৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বগুড়া জেলা শ্রমিক লীগের সদ্য গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বগুড়া জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে আলোচনা সভা ,আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে ।

রবিবার ২৩ জানুয়ারি বিকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে ধুন্দার স্ট্যান্ডে সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভাতে মিলিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক জিহাদ আল হাসান জিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক ।

বগুড়া জেলা শ্রমিক লীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন,যোগ্য নেতৃত্ব হিসেবে বগুড়া জেলা শ্রমিক লীগের কামরুল মোর্শেদ আপেলকে আহবায়ক ও রাকিব উদ্দিন সিজারকে সদস্য সচিব করে যে আহবায়ক কমিটি উপহার দিয়েছে তা শ্রমিকলীগের তৃনমুল নেতাকর্মীরা মূল্যায়ন পাবে।

এ সময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শাজাহানপুর উপজেলা শাখার আবুল কালাম মোল্লা,মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা সরদার,পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির আহম্মেদ নির্জন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর