পটুয়াখালীর কলাপাড়ায় দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলানায়তনে কেককাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে এই দৈনিকের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন (আজকের পত্রিকা) এর সঞ্চালনায় ও ইউনিটির সভাপতি জাহিদ রিপন (এটিএনবাংলা, দৈনিক দেশ রুপান্তর) সভাপতিত্বে প্রধান অতিথিরা ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বদেশ প্রতিদিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ’র প্রভাষক তায়েফ আহম্মেদ সুমন, ইউনিয়ন ভূমি তহসিলদার আবদুল জব্বার।
আরও বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, কলাপাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো.শরিফুুল হক শাহীন(দৈনিক মানব জমিন),কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার(বাংলাদেশ প্রতিদিন),সহ-সভাপতি আসলাম শিকদার (দৈনিক নওরোজ),রাসেল কবির মুরাদ (দৈনিক গনজাগরন),নির্বাহী সদস্য সাইফুল ইসলাম রয়েল (মাইটিভি, দৈনিক নয়া শতাব্দি), সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন (দৈনিক নবচেতনা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক ইমরান ফরাজি (দিপ্ত টিভি), সদস্য ফোকানুল ইসলাম (দৈনিক কলমের কণ্ঠ) প্রমূখ্য।
এসময় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল হক, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী সদস্য সুমন মল্লিক, সৈয়দ রাসেল, দৈনিক ভোরের সময়, কলাপাড়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বায়নের যুগে অনুসন্ধান মূলক সংবাদ পরিবেশন করে দৈনিক স্বদেশ প্রতিদিন দেশ ও জাতির আশা পূরণ করে চলেছে। স্বদেশ প্রতিদিন বিশ্ব মানবতা ও আসহায় মানুষের কথা বলুক। স্বদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা।