মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

বড়লেখায় পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলা খাসি পুঞ্জির একটি পানজুমের প্রায় ৪’শ পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে জুম মালিকের ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ক্ষতিগ্রস্ত জুমের মালিক ও জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসি পুঞ্জির (খাসি পল্লি) বাসিন্দা ফ্রেসমিন ওয়ার শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে জেলার কুলাউড়ায় ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পানজুমের পানগাছ কেটে ফেলে। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে তিনি পুঞ্জিতে আসেন। রোববার জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে। পাশাপাশি দুর্বৃত্তরা জুম থেকে পানও চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তুপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পান জুমের মালিক ফ্রেসমিন ওয়ার বলেন, ‘ধারণা করছি শুক্রবারের দিকে পানগাছ কাটছে। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ। এই অবস্থায় ৪০০ গাছ কেটেছে।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার  মুঠোফোনে জানান, ‘কে বা কাহারা  জুমের পান গাছ কেটেছে। এ ব্যাপারে জুমের মালিক থানায় জিডি করেছেন। পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর