মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বেলকুচি দৌলতপুর ইউনিয়ন পরিষদে প্রথম সভা ও দোয়া মাহফিল।

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য গণের অংশগ্রহণে প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি সাবেক মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি পৌর আ,লীগের কার্যকারী সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খাঁন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সকল সদস্য ও সাধারণ সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইউনিয়নবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর