বিনোদন ডেস্কঃ প্যানেলে নয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিতে যাচ্ছেন অভিনেত্রী নাসরিন।তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ বা মিশা-জায়েদ প্যানেলের একটাতেও অংশ নিচ্ছি না, স্বতন্ত্র হিসেবে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।
তিনি কোন প্যানেলে অন্তর্ভুক্ত নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্য্যনির্বাহি সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নাসরিন।
অভিনেত্রী নাসরিন বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। আমাকে অনেকেই নির্বাচনে অংশ নিতে বলছেন। তাদের কথা ও নির্দেশায় আমি নির্বাচনে অংশ গ্রহণ করছি।
এই অভিনেত্রী বলেন,এখন যেহেতু একটু কাজ কম, নির্বাচনে জিততে পারলে শিল্পী সমিতিতে যাওয়া-আসা থাকবে, একটা দায়িত্ব থাকবে, সে কারণেই স্বতন্ত্র থেকে নির্বাচন করা।
এর আগেও শিল্পী সমিতির কমিটিতে ছিলেন নাসরিন। আবারও নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে পাঁচ শতাধিক চলচ্চিত্রের এ অভিনেত্রী নাসরিন বলেন,আমি অনেক দিন হলো চলচ্চিত্রে কাজ করছি। আমি নিজে চলচ্চিত্রের জন্য কিছু করতে চাই। নির্বাচনে না এসেও চলচ্চিত্র শিল্পীদের জন্য, বিশেষ করে যারা জুনিয়র, তাদের জন্য কাজ করে আসছি। তবে নির্বাচন করলে যেটা হয়, আসা-যাওয়ার মধ্যে থাকা যায়।