মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

মাটিরাঙ্গায় আওয়ামীলীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।

মোঃ ফারুক হোসেন,মাটিরাঙ্গ(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, উয়ালীউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদন চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন,  পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খায়ের প্রমুখ।
 আজকের দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙ্গালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর