শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন। 

রিপোটারের / ২৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

এশিয়ার অন্যতম প্রাচীন বিদ্যাপীট হাটহাজারী মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় ২৫০০ জন তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়েছে।গত (৭ জানুয়ারী) শুক্রবার রাতে লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহণে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে জামিয়ার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ।

সম্মেলনে সভাপতির বক্তব্যে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, বর্তমানে ঈমান, আমল ও ধর্মীয় অনুশাসন পালনে সাধারণ শিক্ষিত মুসলমানদের মধ্যে গাফলতি দেখা যাচ্ছে। ইসলাম থেকে দূরে সরে পড়ার কারণেই মুসলমানগণ নানা দুর্দশা ও ঘাতপ্রতিঘাতের শিকার হচ্ছে। সঠিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই কেবল এই বিপদাপদ থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য আশা করা যায়।

তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি, ইনসাফ, সততা ও সহাবস্থানের ধর্ম। পরিপূর্ণরূপে ইসলাম মেনে চললে আখেরাতের চিরস্থায়ী জীবনের সাথে সাথে দুনিয়াবী জীবনও শান্তি এবং সমৃদ্ধিময় হবে।এ জন্য সবার আগে আমাদের ঈমান-আক্বিদা বস্তুনিষ্ঠ ও দৃঢ় করতে হবে। তারপর যথারীতি নামায কায়েম এবং এরপর রোযা, হজ, যাকাত’সহ অন্যান্য বিধানসমূহ মেনে চলতে হবে। সুন্নাত অনুযায়ী জীবন সাজাতে হবে। যেনা-ব্যভিচার, মিথ্যা, সুদ-ঘুষ, দুর্নীতি, অন্যের হক আত্মসাত, মারামারি-হানাহানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

উক্ত দস্তারবন্দী সভায় জামিয়ার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব বলেন, ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কোন স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামকে অনুসরণ করতে পারলে এদেশে কোন হানাহানি ও সন্ত্রাস থাকবেনা এবং শান্তি ও ইনসাফ নিশ্চিত হবে।

দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন,মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী,সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার শাহ আযহারী ও ড. মাওলানা নূরুল আবছার আযহারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রেখেছেন,বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী,দারুল উলূম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ,প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী,পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল হালীম বুখারী,দারুল মাআরিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান জওক নদভী,দারুল হেদায়ার মুহতামিম আল্লামা আজিজুল হক আল মাদানি, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর,নানুপুর উবায়দিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী,বি-বাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম মাওলানা সাজেদুর রহমান, পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আহমাদুল্লাহ, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী,নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী,মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়জী,মোজাহেরুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান,রাঙ্গুনিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা সাআদাত, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব, ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,জিরি মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা আফম খালেদ হোসেন, মেখল মাদরাসার শিক্ষক মাওলানা ইসমাঈল খান,হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ,মাওলানা ফোরকান আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন কবীর,ড. মাওলানা নূরুল আবছার আল-আযহারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর