সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জের তাহেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় জোর লবিং।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের কে চূড়ান্তভাবে মনোনীত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের বলেন, সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও সুনামগঞ্জ ১আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও জেলা যুবলীগসহ সকল নেতৃবৃন্দকে।
তিনি আরও বলেন আমাকে শ্রীপুর উত্তর ইউনিয়নের নৌকার মনোনয়ন দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ যে আস্থা রেখেছে যদি আমি নির্বাচিত হতে পারি তার প্রতিদান দেয়ার চেষ্টা করব। শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আদর্শ মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়নে রৃপান্তরিত করে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করব।
এর জন্য আমি শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভোট, ভালবাসা ও সবার সমর্থন কামনা করছি।