মাহিন বলেন, আমি ছোট বেলা থেকে পড়াশোনার চেয়ে খেলাধূলায় বেশি আগ্রহী ছিলাম। বাবা-মা আমার লেখা পড়ার বিষয়ে চিন্তিত ছিল। আমাকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য বলতেন। আমার স্কুলের শিক্ষকগনও আমাকে বোঝাতেন। আমাকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নের কথা বলতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। আমি তাঁদের উপদেশ পালনের চেষ্টা করি এবং লেখাপড়ায় মনোযোগ দেই। শিক্ষকদের নির্দেশ মত লেখাপড়া করে আল্লাহ রহমতে আমি এ প্লাস পেতে সক্ষম হয়েছি। আমার এ অর্জনে স্যারদের যথেষ্ট অবদান রয়েছে। বাবা-মা ও স্কুলের স্যারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
মাহিনের বাবা জানান, মাহিন চঞ্চল ও দুষ্ট হলেও ছোটবেলা থেকে সে মেধাবী ছিল। আমরা সবসময় তার লেখাপড়ার বিষয়ে সক্রিয় দৃষ্টি রেখেছি। আল্লাহর রহমতে আমাদের মনের আশা পূরণ হয়েছে। ভবিষ্যতে মাহিন যেন সফলতার এ ধারা অব্যাহত রাখতে পারে সেজন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।
মাহিনের স্কুল(শাহ বাজার উচ্চ বিদ্যালয়) এর প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, এসএসসিতে মাহিন জিপিএ- ৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। তার এ প্রাপ্তি তাকে ভবিষ্যতে সফল হতে অনুপ্রেরণা যোগাবে। মাহিনের জন্য সর্বদা দোয়া ও শুভকামনা রইলো।