সমগ্র বাংলাদেশে ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা মূলক ভাবে পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তন্মধ্যে কুড়িগ্রাম জেলায় ২টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ফুলবাড়ী উপজেলাধীন দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রৌমারী উপজেলার টাপুরর চর বি জি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মত বিনিময় এবং করোনাকালীন সময় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সুমন দাস, উপজেলা নির্বাহি অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি মেয়েদের জন্য নিরাপদ পরিবেশে পড়াশোনা করা, কোলমতি শিক্ষার্থীদের বেশি বেশি পানি পান করা এবং শিক্ষা মূলক বিভিন্নমুখি দিক নির্দেশনা দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রব্বানী সরকার, উপজেলা চেয়ারম্যান, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফুলবাড়ী, কুড়িগ্রাম।