সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে ওই গ্রামের মৃত পলানের মেয়ে পলি খাতুন (৩৫) এর সাথে একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মহারম আলী (৪০)’র সাথে সরকারী কাজী দ্বারা রেজিষ্ট্রেশন ও ইসলামি শরিয়া মতে কালেমা পড়ে বিয়ে হয়। বিয়ে করে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যায়। এর পর থেকেই স্বামী ওই স্ত্রীকে জালা যন্ত্রনা করছে।
গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে প্রভাবশালী ওই স্বামী মহারম আলী স্ত্রীর কাছে আসে।রাত আনুমানিক ১০ টার দিকে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় সে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে।
এ বিষয়ে স্ত্রী পলি খাতুন আমারজমিনকে বলেন,আমার স্বামী মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে আমার কাছে আসে। রাতে খাওয়া দাওয়া করে ঘরে শোয়ার সময় অনেক কথা হয়। এক পর্যায়ে সে আমাকে বলে তোমাকে বিদেশ যেতে হবে নইলে আমাকে তালাক দিতে হবে। আমি এ বিষয়ে অস্বীকার করলে আমাকে সে অকথ্য ভাষায় গালাগালি করে।
তাকে গালাগালি করতে নিষেদ করলে সে রাগান্বিত হয়ে আমার গলায় ওড়না পেচিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। এমন সময় আমার চিৎকারে পাশের ঘর থেকে লোকজন এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার তদন্ত অফিসার এস আই আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।