মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা সমাপনী অনুষ্ঠান। 

মোঃ আজিজুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জে মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে – ৪দিন ব্যাপি বইমেলার অনু্ষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, পুরস্কার বিতরন, আলোচনাসভা এবং সন্ধ্যার পর হতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনু্ষ্ঠানের মেলার

সমাপনি ঘটে। জেলাপ্রশাসনের আয়োজনে – কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে রোববার (২ জানুয়ারী) বিকেল হতে রাত ৯ টা পর্যন্ত বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । সমাপনী দিনে মেলার স্বাগত বক্তব্যে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সিরাজগঞ্জ প্রেসক্লাবের হেলাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার।

অনু্ষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে – সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান ও জেলা বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব -মোছাঃ সেলিনা ইসলাম। সমাপনী দিনে মুক্তিযুদ্ধের গল্পপাঠ পর্বে চার দিনে চার জনের গল্পপাঠ, দু’জন বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক হেলাল আহমেদ,সহকারী শিক্ষক নুসরাত জাহান ও নুরন্নবী খান জুয়েল। অনু্ষ্ঠানে স্টল প্রদর্শনে প্রথমস্থান অর্জন করেন,বই নিকেতন আব্দুল ওয়াহাব,দ্বিতীয় স্থান অর্জন করেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান মোছাঃ সেলিনা ইসলাম,তৃতীয় স্থান অর্জন করেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিস-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল তৃতীয় স্থান স্মারক সম্মাননা অর্জন করেন এবং বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এবং স্মারক গ্রহন করেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

সমাপনি সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের পরিবেশনায় বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড.জান্নাত আরা তালুকদার হেনরী সহ স্থানীয় শিল্পীগণ মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশ করেন। সংগীত সন্ধ্যার সাংস্কৃতিক অনু্ষ্ঠানের সঞ্চালনা করেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নূরে আলম হীরা ও কানিজ ফাতেমা মুন্নী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর