মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

রাণীশংকৈলে সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রবিবার (০২জানুয়ারি) সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।শাহরিয়ার আজম মুন্না  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

সমাজসেবা দিবসের আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

আলোচনা শেষে বিনামূল্যে বয়স্ক বিধবা ভাতা কার্ড বিতরণ ও প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর