ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের ওসমানীনগরের উঠান বৈঠক,গণসংযোগসহ প্রচার-প্রচারণায় ব্যাস্থ সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রাম নিয়ে গঠিত ৯ নং ওর্য়াডের বর্তমান সদস্য মো: নেপুর আলীর সমর্থনে আয়োজন করা হয় নির্বাচনী প্রস্তুতি ও পরামর্শ সভা। উপজেলা ঐতিহ্যবাহী কাদিপুর গ্রামের সর্বস্থরের নাগরিকদের উদ্যোগে অনুষ্টিত সভায় বিগত পাঁচ বছরে ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কাদিপুর এলাকাকে আদর্শ উন্নয়নের রোল মডেলে পরিণত করে সাধারণ মানুষের কল্যানে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন ইউপি সদস্য প্রার্থী মো: নেপুর আলী।
বুধবার সন্ধ্যায় প্রবীন মুরব্বির উস্তার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সমাজ সেবক কদর আলী,সাইস্তা মিয়া,ডা: সুবোধ চন্দ্র, সাবেক মেম্বার নুরুল ইসলাম শফিক, তরুন ব্যাক্তিত্ব মিজানুর রহমান,কওছর আহমদ,সাজ্জাদুর রহমান,আনোয়ার হোসেন,রুহেল মিয়া প্রমুখ।স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া ও জুনেদ মিয়ার যৌথ পরিচালনায় বক্তারা বলেন,জনকল্যাণের প্রত্যয়ে কাজ করে যাওয়া নেপুর আলী একজন সৎ ও ন্যায়পরায়নব্যক্তি। ইউপি সদস্য হওয়ার পর থেকে সরকারী বরাদ্ধের সমহারে বন্ঠনসহ উন্নয়ন সাধিত করেছেন ঐতিহ্যবাহী কাদিপুর গ্রামের রাস্তা-ঘাট-ব্রিজ কালভাট মাটি ভরাট ও ইটসলিং কাজের।
এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজের সমাপ্তকরনসহ মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে প্রতিরোধ পূর্বক ৯ নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নসহ কাদিপুর গ্রামকে ডিজিটাল ও আদর্শ গ্রামে পরিণত করতে মো: নেপুর আলীকে পুনরায় ইউপি সদস্য পদে বিজয়ী করার আহব্বান জানান তারা। সভায় বিগত দিনের সকল ভুলক্রুটির জন্য ক্ষমা চেয়ে দলমত নির্বিশেষে ভোট প্রার্থনার প্রতিক্রিয়ায় ইউপি সদস্য নেপুর আলী বলেন,আমি আপনাদের কারো ভাই,কারো সন্তান হিসাবে কাধে কাধ মিলিয়ে কাজ করতে চাই।উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষের সেবক হয়ে কাদিপুর গ্রামের সার্বিক উন্নয়নে কাজ কারার অঙ্গিকার করেন তিনি। অনুষ্ঠানে তাজপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের সকল শ্রেনী পেশার সহস্রাধিক লোকজনের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।