আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ বিয়ে অবৈধ,তাই সংসারের প্রশ্নই আসে না।যিনি কোটি টাকায় মনোনয়ন ক্রয় করেন, তিনি জনগণের সেবা করবেন; তা সম্ভব নয়!
.আজ পটিয়া জিরি ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুর রশীদের গণসংযোগ পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, বিয়ে অবৈধ, তাই সংসারের প্রশ্নই আসে না! যিনি কোটি টাকায় মনোনয়ন ক্রয় করেন, তিনি জনগণের সেবা করবেন; তা সম্ভব নয়!
স্বাধীনতা পরবর্তী যাদেরকে আমরা এমপি মন্ত্রী ও চেয়ারম্যান বানিয়েছে তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। সচেতন প্রত্যেক জনগণকে এই দুর্নীতিবাজ গোষ্ঠীকে প্রত্যাখ্যান করতে হবে। গরীব দুখী মেহনতী শান্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাতপাখার বিকল্প নাই।
পথসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব শাখার সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, শ্রমিক নেতা আব্দুল আজিজ, ছাত্র নেতা মোঃ মারুফ, মুহাম্মদ জুনাইদুল ইসলাম, মোঃ আরাফাতুল ইসলাম প্রমুখ।
Post Views: 298